ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সাথে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে । এই সময় তিনি তার লেখা একটি বইয়ের কপি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর হাতে তুলে দেন।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর সহ জিয়া পরিষদের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইউনিয়নের দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং সকলের সাথে কুশলাদি বিনিময় করেন।
সংবাদ বিজ্ঞপ্তি