ইবিতে ঊষা শাখার নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন (ঊষা), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়া ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: ওবাইদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সিরাজুল ইসলাম, ঊষার কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্থায়ী উপদেষ্টা অধ্যাপক অমলেন্দু পাল সাধন বিশেষ অতিথীর আসন অলংকৃত করেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঊষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদেষ্টা সাইফুল ইসলাম ফিরোজ।
সভাপতিত্ব করেন ঊষা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী মেজবাহুর রহমান, এবং সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন ঊষা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ।
অনুষ্ঠানে অতিথি ও বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে পথচলার দিকনির্দেশনা দেন এবং প্রবীণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য শুভকামনা জানান। তারা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ
Edited By: Dr. Amanur Aman