ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ আবরার ফাহাদ স্মৃতি গ্রন্থাগার-এর নেতৃবৃন্দ। শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ড. মনজুরুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট, গ্রন্থাগারের প্রধান উদ্যোক্তা সুলতান মারুফ তালহা, সভাপতি অ্যাডভোকেট নবীন মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি হাসিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোস্তাফিজুর রহমানসহ গ্রন্থাগারের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গ্রন্থাগার নেতৃবৃন্দ প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা ভাইস চ্যান্সেলরকে অবহিত করেন।
ভাইস চ্যান্সেলর তাদের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের কার্যক্রম তরুণ প্রজন্মকে পাঠাভ্যাসে উৎসাহিত করবে এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।
তারেক মাহমুদ হোসেন
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ
Edited By : Dr. Amanur Aman/