ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৭৬৪ শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে ১৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যা মোট পরীক্ষার্থীর ২৫ শতাংশ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, গুচ্ছের ২৪ -২৫ সেশনের পরীক্ষার ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। তিনি মনে করেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।