News & Event

05
Jul 25

ইবি শিক্ষক ড. মোঃ আজিজুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত

VIEW
04
Jul 25

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের স্মরণে ইবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

VIEW
04
Jul 25

শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ইবিতে অবকাঠামো নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন

VIEW
02
Jul 25

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি : ইবিতে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, চেক হস্তান্তর

VIEW
02
Jul 25

ইবি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

VIEW
02
Jul 25

ইবিতে স্মার্ট (RFID) কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

VIEW
02
Jul 25

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে ইবিতে তাঁর নিজ বিভাগের সংবর্ধনা

VIEW
30
Jun 25

ইবি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও খাদ্য বিতরণ

VIEW
28
Jun 25

অ্যাপোস্টিল প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মতামত সংগ্রহ বিষয়ে কর্মশালা

VIEW
27
Jun 25

চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত

VIEW

অ্যাপোস্টিল প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মতামত সংগ্রহ বিষয়ে কর্মশালা

 

ইসলামী বিশ^বিদ্যালয়ে অ্যাপোস্টিল প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিক্রিয়া সংগ্রহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভাইস চ্যান্সেলরের সম্মেলন কক্ষে বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থী যারা অধিকতর শিক্ষা ক্যারিয়ার গঠন ও অভিবাসন প্রত্যাশী তাদেরকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের আইকিউএসি সেল এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেস অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাজিমুদ্দিন।
কর্মশালায় একাডেমিক শাখার প্রধান ও একাডেমিক সত্যয়ন কর্মকর্তা ও পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অ্যাপোস্টিল হলো একটি আন্তর্জাতিক স্বীকৃত নথিপত্র যাচাইকরণ প্রক্রিয়া, যা হেগ কনভেনশনভুক্ত দেশসমূহের মধ্যে কেবল প্রয়োজ্য। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি পাবলিক ডকুমেন্ট (যেমন জন্ম সনদ, শিক্ষাগত সনদপত্র, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি) বিদেশে গ্রহণযোগ্য করার জন্য প্রমাণীকরণ করা হয়।
ভাইস চ্যান্সেলর তার বক্তব্যে বলেন, এই বিষয়টি উচ্চ শিক্ষা প্রতিষ্টানে অত্যন্ত জরুরী একটি ইস্যু হলেও এ বিষয়ে এখনও যথেষ্ট সচেতনতা তৈরি হয়নি। যার কারনে অনেক শিক্ষার্থী এমনকি পেশাজীবী যারা লেখাপড়া বা অভিবাসন প্রত্যাশী হন, দেশের বাইরে গিয়ে তাদেরকে অনেক ক্ষেত্রে বিপাকে পড়তে হয়।
ভাইস চ্যান্সেলল সাধারণ শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অ্যাপোস্টিল প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা প্রদান করা, প্রক্রিয়াটি কোথায়, কিভাবে এবং কত সময়ের মধ্যে সম্পন্ন করা যায়, সে বিষয়ে পরিষ্কার তথ্য পৌঁছে দেওয়া এবং অনলাইন আবেদন ও ট্র্যাকিং প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদানের উপর জোর দেন।
তিনি সেবা-গ্রহীতাদের অভিজ্ঞতা, সুবিধা-অসুবিধা ও সুপারিশ সংগ্রহের মাধ্যমে অ্যাপোস্টিল প্রক্রিয়াকে আরও জনবান্ধব ও সময়োপযোগী করার নিদের্শনা দেন।
তিনি, এ বিষয় নিয়ে যারা কাজ করেন তাদেরকে আরও সচেতন হবার আহবান জানান।
বিশ^বিদ্যালয়ের কোষাধক্ষ্য এই বিষয়টিকে সচেতনতা গড়ে তোলা এবং নাগরিক অভিজ্ঞতার ভিত্তিতে প্রক্রিয়াটি আরও সহজ ও ব্যবহারবান্ধব করা প্রয়োজন বলে মত দেন। তিনি সংশ্লিষ্ট সেবাপ্রদানকারী সংস্থাসমুহের সাথে নিয়মিত সমন্বয় করার উপর জোর দেন।
প্রচারে
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ