প্রফেসর ড. আনোয়ারুল করীমের মৃত্যূতে ইবি প্রশাসনের শোক
বরেণ্য ফোক গবেষক, শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ারুল করীমের মৃত্যূতে শোক প্রকাম করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক।
শোক বার্তায় তারা বলেছেন, প্রফেসর ড. আনোয়ারুল করীমের মৃত্যূতে দেশ একজন বলিষ্ঠ ফোক ও বাউল বিশারদকে হারালো। তারা বলেন প্রফেসর করীম একাধিক গুণের অধিকারী ছিলেন। তিনি একাধারে ছিলেন শিক্ষক, গবেষক ও সুবক্তা। ফোকলোর, সুফি-বাউল এবং তুলনামূলক ধর্মতত্ত্বে গবেষণায় তিনি অসামান্য অবদান রেখেছেন।
তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং কামনা করেছেন মহান রাব্বুল আলামীন যেন মরহুমকে বেহেস্তে নসীব করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. আনোয়ারুল করীম ১৯৯৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রফেসর ড. আনোয়ারুল করীমের প্রথম জানাযা বাদ যোহর আজাদ মসজিদ গুলশান -২ এ অনুষ্ঠিত হয়। এরপর লাশ কুষ্টিয়ায় আনা হবে। পরে কুষ্টিয়ায় দ্বিতীয় জানাজার নামাজ শেষ পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তি