ইবির সাবেক উপাচার্য আব্দুল হাকিম সরকারের মৃত্যুতে ভিসির শোক প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১১তম উপাচার্য প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
শোক বার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার ২০১২ সালের ৩১ ডিসেম্বর ইবির একাদশতম উপাচার্য হিসেবে যোগ দেন এবং ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বার্ধক্যজনিত রোগে ভোগার পর তিনি রোববার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
সংবাদ বিজ্ঞপ্তি