News & Event

05
Jul 25

ইবি শিক্ষক ড. মোঃ আজিজুল ইসলাম সাময়িকভাবে বরখাস্ত

VIEW
04
Jul 25

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের স্মরণে ইবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

VIEW
04
Jul 25

শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ইবিতে অবকাঠামো নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন

VIEW
02
Jul 25

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি : ইবিতে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, চেক হস্তান্তর

VIEW
02
Jul 25

ইবি ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

VIEW
02
Jul 25

ইবিতে স্মার্ট (RFID) কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

VIEW
02
Jul 25

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে ইবিতে তাঁর নিজ বিভাগের সংবর্ধনা

VIEW
30
Jun 25

ইবি জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও খাদ্য বিতরণ

VIEW
28
Jun 25

অ্যাপোস্টিল প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মতামত সংগ্রহ বিষয়ে কর্মশালা

VIEW
27
Jun 25

চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত

VIEW

জিয়াউর রহমান ক্ষমতা দখল করেননি, মানুষের দাবির প্রেক্ষিতে ক্রান্তিকালে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন : ইবি উপাচার্য

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা দখল করেননি, বরং মানুষের দাবির প্রেক্ষিতে বাংলাদেশের একটি ক্রান্তিকালে তাকে দায়িত্ব নিতে হয়েছিল। এটা করতে হয়েছিল মানুষের মুক্তির জন্য, অর্থনীতির মুক্তি জন্য ও রাজনীতির মুক্তির জন্য।
ভাইস চ্যান্সেলর আজ, ৩০ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মসূচীর সূচনা বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত বাংলাদেশ গঠনের, যে বাংলাদেশে সবাই বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করবে, ঐক্যভদ্ধভাবে দেশের সমৃদ্ধি ঘটাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। শহীদ জিয়া চেয়েছিলেন স্বাধীনতার পরে প্রথম স্থাপিত এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় হবে। আমরা আশা করছি, আমরা বর্তমানে যারা আছি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো।
অনুষ্ঠানে আরও কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুৃব আলী। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডিন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আজ অন্যভাবে পালন করছে কারন তিনি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের মাটিতে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার। তৎপরেই তিনি এইখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
কর্মসূচি পালনের অংশ হিসেবে ৩০ মে প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরের উদ্দেশ্যে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. মো: ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. মো: জাকির হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো: শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ডঃ মোঃ ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. এ কে এম রাশেদুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. ওয়ালিদ হাসান পিকুল, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মজিদ, তথ্য প্রকাশনা জনসংযোগ অফিসেের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: সাহেদ হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আক্তার, আবদুল মুঈদ বাবুল প্রমুখ।
এরপর বিভিন্ন সমিতি, পরিষদ/ফোরাম, অনুষদ, হল, বিভাগ, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ইবি শাখা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচে গরীব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় পবিত্র কুরআন খতম এবং বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত কর্মসূচিসমূহে জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।
প্রচারে
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগ