News & Event

03
Jun 25

প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে ইবি ভিসির শোক

VIEW
31
May 25

ইবি রিপোর্টার্স ইউনিটির সাথে উপাচার্যের মতবিনিময়

VIEW
31
May 25

প্রফেসর ড. আনোয়ারুল করীমের মৃত্যূতে ইবি প্রশাসনের শোক

VIEW
30
May 25

জিয়াউর রহমান ক্ষমতা দখল করেননি, মানুষের দাবির প্রেক্ষিতে ক্রান্তিকালে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন : ইবি উপাচার্য

VIEW
28
May 25

অর্থনীতি বিভাগের ৩১ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

VIEW
28
May 25

জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

VIEW
27
May 25

ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্ধোধন

VIEW
27
May 25

ইবিতে শহীদ জিয়া’র ১৯ দফা কর্মসূচী ও প্রাসঙ্গিকতা বিষয়ে সেমিনার

VIEW
25
May 25

ইবিতে ফোকলোর স্টাডিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী বিদায় ও বরণ অনুষ্ঠান

VIEW
24
May 25

ডিন'স অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৫ শিক্ষার্থী

VIEW

ইবিতে দাওয়াহ সোসাইটির উদ্যোগ দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় 'দাওয়াহ সোসাইটির' উদ্যোগে মুক্ত মঞ্চে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন লন্ডন আল কুরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ। আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান এবং ইবি শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলীসহ শিক্ষার্থীরা।
 
প্রধান আলোচকের বক্তব্যে হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ বলেন, বাংলা ভাষাভাষী মানুষের মাত্র সাত ভাগ মানুষ কুরআন বুঝে। বাকী কিছু মানুষ কুরআন পড়ে কিন্তু বুঝে না। তবে অধিকাংশ মানুষের কাছে কুরআনই পৌছেনি। অনেক প্রতিষ্ঠান আছে যারা কুরআন পড়ায় এবং শিখায়। কিন্তু কুরআন মানুষের কাছে পৌছে দিবে এমন মানুষ বা প্রতিষ্ঠান নাই। আমরা আল কুরআন একাডেমির মাধ্যমে সেই কাজ করে যাচ্ছি। বিশ্বের ২৫ টি দেশের প্রায় দুই মিলিয়ন মানুষের কাছে আমরা কুরআন বিতরণ করেছি। আমরা সকর মানুষের কাছে কুরআন পৌছে দিতে চাই। বর্তমানে আমাদের শিক্ষাব্যবস্থায় কুরআন শিক্ষার পথকে কঠিন করা হয়েছে। এই কাঠিন্য পথ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমরা সবাই কুরআন বুঝে পড়বো। এবং প্রতিটি মানুষের মাছে কুরআন পৌছে দিবো।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি দাওয়াহ সোসাইটিকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। কুরআন মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছে। কুরআন মানুষকে সত্য পথ দেখাবে। সকল অন্যায় খারাপ কাজ থেকে দূরে রাখবে। কুরআন নাজিল হয়েছে বুঝার জন্য। আমাদের মুসলমান মুত্তাকী হওয়ার জন্য কুরআন বুঝা অপরিহার্য। কুরআন বুঝা ছাড়া মুত্তাকী হওয়া যাবে না। আমাদের বিশ্ববিদ্যালয় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ আছে। আমি আশা করি এই বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা কুরআন শিক্ষা দিবে। কুরআনই একমাত্র কিতাব যেটা মানুষ না বুঝেও পড়ে। এটা কুরআনের প্রতি ভালোবাসা। তোমরা সবাই কুরআন বুঝে পড়বে। এবং সেই অনুযায়ী কাজ করবে। এর আগে ভাইস চ্যান্সেলরের অফিসে তার হাতে আল কুরআনের কপি তুলে দেয়া হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তি