News & Event

11
Feb 25

ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ও ইসলামি ফাউন্ডেশন এর ডিজি আঃ ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ) হাতে তুলে দেন ইসলামী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

VIEW
11
Feb 25

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টশন প্রোগ্রামে আলী রীয়াজ

VIEW
09
Feb 25

ইবি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

VIEW
09
Feb 25

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

VIEW
09
Feb 25

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভয়ারণ্য-এর আয়োজনে চমৎকার অনুষ্ঠান কুহেলিকা উৎসব ১৪৩১

VIEW
04
Feb 25

আ ফ ম খালিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর সৌজন্য সাক্ষাৎ

VIEW
03
Feb 25

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

VIEW
03
Feb 25

ইবির ইংরেজি বিভাগে মিলনমেলা ও বিদায়ী সংর্বধনা অনুষ্ঠিত

VIEW
27
Jan 25

ইবিতে দাওয়াহ সোসাইটির উদ্যোগ দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ

VIEW
25
Jan 25

ইবিতে থ্যালাসেমিয়া প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত

VIEW

ইবিতে ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই বিপ্লবের আকাঙ্খা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) এর উদ্যোগে টিএসসিসি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১১:৩০টায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. হোসাইন আল মামুন এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসসের বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সংযুক্ত এস. এম রাশিদুল ইসলামসহ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।
 
সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সরকার রাষ্ট্র সংস্কারের কাজ করে যাচ্ছে। অনেকের মনে এই ধারণা হচ্ছে যে, এই সরকার জন আকাঙ্ক্ষার কতোটুকু বাস্তবায়ন করছে। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কাজে অনেকগুলো উন্নয়ন ঘটিয়েছে। বিশেষ করে প্রতিমাসে অর্থনীতিতে ১৫ শতাংশের উপরে বৃদ্ধি পাচ্ছে যা একটি দেশের জন্য অনেক বড় অর্জন।
তিনি আরো বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের অনেক হলের নাম ফ্যাসিস্টদের পরিবারের সদস্যদের নামে। ওই হলের নামগুলো পরিবর্তন করতে হবে।”
 
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যত্থানের চেতনাকে ধারন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। শুরতে তিনি জলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা ও দ্রæত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, যারা বাংলাদেশের সুদীর্ঘ ১৬ বছরের শাসনামলে স্বৈরচারীতা, পংকীলতা, আত্মীয়করন, দুঃশাসনের, সবত্র লুটপাঠের রাজত্ব কায়েম করেছিলো তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয় কারন একটি রাষ্ট্রযন্ত্রের কাঠামোই আমুল পরিবর্তনে কিছুটা সময় লাগে পাশাপাশি দীর্ঘ জঞ্জাল পরিস্কার করতে। তিনি বলেন, বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন দফা এজন্য দশ দফা থেকে সরাসরি একদফায় পরিবর্তিত হয় যার মাধ্যমে স্বৈরতন্ত্রের উৎখাত ঘটেছিলো। তিনি আরো বলেন, বর্তমান পৃথিবীতে নবেল লরিয়েটস ড. ইউনুসের মতো ভালো মানুষ ও ভালো অথনীতি বোঝার মতো ব্যক্তি খুবই কমই আছে।
 
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, আরো বলেন, আমরা যখন আহত ও শহীদদের সর্বোপরি যারা এই অভ্যুত্থানকে সফল করেছে তাদের দিকে তাকাই, তখন আমরা স্বল্প সময়ে রাষ্ট্র সংস্কার চাই। কিন্তু রাষ্ট্র যন্ত্র স্বল্প সময়ে পরিবর্তন করা যায় না।
 
তিনি আরো বলেন, আমরা ১৬ বছর ধৈর্য ধারণ করেছি। কিন্তু রাষ্ট্র সংস্কারের জন্য একটু সময় দিতে পারবো না? আর এই গণঅভ্যুত্থান সফল করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সেমিনারে বিভিন্ন্ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ছাত্র-ছাত্রী ও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সংবাদ বিজ্ঞপ্তি
(মোঃ সাহেদ হাসান)
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়
তারিখ ঃ ১৮/০১/২০২৫