ইবিতে ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর শুভ উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর/শিক্ষা ও গবেষণা প্রদর্শনী পরিদর্শন
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসের বটতলায় আয়োজিত ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ মঙ্গলবার দুপুরে ফিতা কেটে তিনি এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বাবলী সাবিনা আজহার, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. মোঃ ইকবাল হোছাইন, প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খায়রুজ্জামান খান সানি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রকাশিত ফোরামের তরুণ লেখকদের লেখা কলাম ও চিঠি প্রদর্শনীতে স্থান পেয়েছে। ভাইস চ্যান্সেলর ঘুরে-ঘুরে লেখা গুলো পড়েন। সৃষ্টিশীল কর্মকাÐ অব্যাহত রাখতে এবং সৃষ্টিশীলতা বাড়াতে তিনি তরুণদের বিভিন্ন পরামর্শ দেন।
পরে, ভাইস চ্যান্সেলর ৪৬ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষা ও গবেষণা প্রদর্শনী পরিদর্শন করেন।
দুই দিনব্যাপী এ প্রর্দশনীতে বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, ল্যাবরেটরী স্কুল ও আইআইইআর শিক্ষা ও গবেষণায় তাদের অগ্রগতি তুলে ধরে। এতে মোট ৩৮ টি স্টল স্থান পায়। প্রত্যেক বিভাগ তাদের উদ্ভাবিত গবেষণাকর্ম, বই ও গবেষণাপত্র প্রদর্শন করেন।#সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
২৬.১১.২০২৪
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া