News & Event

28
Nov 24

ইবি ভাইস চ্যান্সেলরের আন্তর্জাতিক গবেষণা সংস্থায় রেগুলেটিং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফর ডেভেলপমেন্ট (পারস্পেকটিভ্স ফ্রম বাংলাদেশ) শীর্ষক বই প্রকাশিত

VIEW
26
Nov 24

ইবিতে ‘লেখা প্রদর্শনী ২০২৪’-এর শুভ উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর/শিক্ষা ও গবেষণা প্রদর্শনী পরিদর্শন

VIEW
26
Nov 24

ইবি’র প্রশাসনিক ভবনে ডিসপ্লে টিভির উদ্বোধন করলেন ভাইস চ্যান্সেলর

VIEW
25
Nov 24

প্রফেসর ড. রুহুল আমিনের মৃত্যুতে ইবি ভাইস চ্যান্সেলরের শোক

VIEW
25
Nov 24

ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

VIEW
24
Nov 24

বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন ইবি ভিসি

VIEW
24
Nov 24

ইবি ভিসির সেন্ট্রাল ল্যাবরেটরি পরিদর্শন

VIEW
22
Nov 24

৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। ২৫ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠান

VIEW
18
Nov 24

পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মতিয়ার রহমানের মৃত্যুতে ইবি ভাইস-চ্যান্সেলরের শোক

VIEW
17
Nov 24

ইবি ভিসি’র আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য সোমবার ইন্দোনেশিয়া গমন

VIEW

৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। ২৫ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠান

৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ (২২ নভেম্বর) শুক্রবার বাদ জুম‘আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং হল মসজিদসহ অন্যান্য মসজিদসমূহে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাতে অংশ নেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী, প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্র শিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আশরাফ উদ্দীন খান।
দোয়া ও মোনাজাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শান্তি ও অগ্রগতি কামনা করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা এবং অগ্রগতিতে যারা ভূমিকা রেখেছেন তাঁদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয় এবং তাঁদের জন্য দোয়া করা হয়। এছাড়াও জুলাই-আগস্ট বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।
মোনাজাত অনুষ্ঠানের পূর্বে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২৫ নভেম্বর সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানোর পর কেক-কাটা কর্মসূচির মধ্য দিয়ে ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হবে। পরে পর্যায়ক্রমে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, বিভাগসমূহ আয়োজিত শিক্ষা ও গবেষণা প্রদর্শনী উদ্বোধন, জুলাই-আগস্ট ২০২৪ এর চেতনাকে আলোকপাত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা, ডকুমেন্টারী প্রোগ্রাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর ২৪, ২৫ ও ২৬ নভেম্বর (৩ দিন) আলোকসজ্জিত করা হবে। এছাড়াও সড়কে জুলাই-আগস্ট‘২০২৪-এর চেতনা ধারণ করে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হবে। #সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
২২.১১.২০২৪
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া