ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাকজমকপূর্ণভাবে শেখ রাসেল দিবস ২০২৩ উদ্যাপনের লক্ষ্যে কর্তৃপক্ষ নিম্নরুপ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে দিবসটি উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকাল ৯টা ৩০মিনিটে শেখ রাসেল হল চত্বরে শেখ রাসেলের ভাস্কর্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় সাথে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব এইচ. এম আলী হাসান।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অত্র ভাস্কর্য চত্বরে আনন্দের প্রতীক রং বেরংয়ের বেলুন উড়িয়ে শেখ রাসেল দিবস-২০২৩-এর কর্মসূচি উদ্বোধন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ পর্যায়ে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান সহ সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এরপর ১৮ অক্টোবর সকাল ১০টায় শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল হলের হলরুমে কেক কাটা, বিতর্ক-রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য প্রদান করবেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব এইচ. এম. আলী হাসান এবং সভাপতিত্ব করবেন শেখ রাসেল দিবস-২০২৩ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা।
কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত শেখ রাসেল দিবস-২০২৩ এর কর্মসূচিসমূহে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
(মোঃ সাহেদ হাসান)
উপ-রেজিস্ট্রার
তথ্য,প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
তারিখ ঃ ১৬/১০/২০২৩ইং।