News & Event

21
Aug 23

ইবিতে গ্রেনেড হামলা দিবস পালিত

VIEW
15
Aug 23

ইবিতে বিভিন্ন আয়োজনে জাতীয় শোকদিবস পালিত

VIEW
12
Aug 23

ইবিতে জাতীয় শোকদিবস ও গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি ঘোষণা

VIEW
20
Jun 23

ইবি ও রাবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

VIEW
22
May 23

ইবি ভিসি’র সঙ্গে ফরাসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

VIEW
02
Apr 23

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত এন্টি-র‍্যাগিং ভিজিলেন্স কমিটির উদ্যোগে আজ ০২/০৪/২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ টায় র‍্যাগিং বিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়

VIEW
26
Mar 23

ইবি’তে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

VIEW
19
Mar 23

ইবিতে বিদেশী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

VIEW
18
Mar 23

ইবিতে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম এলামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠানে উজ্জল বাংলাদেশ গঠনের যোগ্য অংশীদার হবে বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা --------------ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
17
Mar 23

ইবিতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত

VIEW

ইবিতে বিভিন্ন আয়োজনে জাতীয় শোকদিবস পালিত

শেখ মুজিব একটি চেতনার নাম
------------------ড. শেখ আবদুস সালাম


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, শেখ মুজিব একটি চেতনার নাম। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তাঁর ৫৫ বছরের জীবনে রাজনৈতিক ভাবে ১৮ টি মামলায় প্রায় ১২ বছর কারাবরণ করেছেন। ভিসি বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে ৩ বছর ৭ মাস দায়িত্ব পালনকালে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশে^র বিস্ময়। ১৫ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে, বেলা ১১ টায়, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন।
জাতীয় শোকদিবস উদ্যাপন কমিটির আহবায়ক ও প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান। বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ বাকী বিল্লাহ বিকুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। আলোচনা সভা শেষে জাতীয় শোকদিবস উপলক্ষে কুইজ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।


এদিকে সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান। এসময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভার:) এইচ.এম. আলী হাসান। পতাকা উত্তোলন শেষে সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে এক শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শেষ হয়। এরপর সকাল ১০ টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় তাঁর সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধা নিবেদন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় । শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।