News & Event

10
Jan 25

ইবি’র প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত

VIEW
09
Jan 25

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে ইবি উপাচার্যের মত বিনিময়

VIEW
29
Dec 24

এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

VIEW
29
Dec 24

কুষ্টিয়ায় দুইদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞানমেলা-২০২৪ এর উদ্বোধন করেছেন ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
18
Dec 24

ইবিতে ‘কম্বাইনিং মডার্ন ন্যাচারাল সায়েন্সেস উইথ রিলিজিয়াস সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

VIEW
18
Dec 24

আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা ও র‌্যালি

VIEW
17
Dec 24

ইবিতে আইইএলটিএস-এর পরীক্ষাকেন্দ্র ও ফ্যাকাল্টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা ভাইস চ্যান্সেলরের

VIEW
17
Dec 24

ইবি খালেদা জিয়া হলে বিদায়ী সংবর্ধনা

VIEW
16
Dec 24

ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

VIEW
14
Dec 24

ইবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

VIEW

ইবিতে বাংলা বিভাগে যুক্ত হই মুক্ত আনন্দে শ্লোগানে প্রথম এলামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে একটি মাতৃভাষা সমাজকে বিনির্মান করতে পারে যা অস্ত্র দিয়ে সম্ভব নয় --------------ইবি প্রো-ভাইস চ্যান্সেলর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, একটি মাতৃভাষা সমাজকে বিনির্মান করতে পারে যা অস্ত্রের মাধ্যমে সম্ভব নয়।
শনিবার সকালে টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বাংলা বিভাগের সভাপতি প্রফেসর গাজী মোঃ মাহবুব মুর্শিদ এর সভাপতিত্বে বিভাগের প্রথম এলামনাই এর দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রফেসর মাহবুবুর রহমান বলেন, বাংলা বিভাগের ছেলে-মেয়ে যারা দেশ ও দেশের বাইরে কাজ করে যাচ্ছে তাঁরা আজ নিজ পরিবারে এসেছে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও আন্তরিকতা বাড়ানোর জন্য। তিনি তৎকালীন জাতিসংঘের সাধারন পরিষদের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণ দেবার বিষয়টি তাঁর বক্তব্যে তুলে ধরেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন বাংলা বিভাগের শিক্ষার্থী হিসাবে আপনাদের কর্মের মধ্যে দিয়ে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রত্যেকটি মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় ছাত্রজীবন। ছাত্রজীবনের স্মৃতিগুলো তার ভবিষ্যৎ জীবনের চলার পথকে সুখময় করে। তিনি আরো বলেন, বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় হচ্ছে এলামনাই এর আয়োজনের মধ্যে দিয়ে এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যলয়ের সুনাম ও মর্যাদা বাইরে আরো ছড়িয়ে পড়ছে। অপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভাইস চ্যান্সেলর ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুজ্জামান ও স্বাগত বক্তব্য রাখেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ।
এর আগে সকালে বিভাগের এলামনাই এসোসিয়েশনের আয়োজনে ক্যাম্পাসের মধ্যে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভাগের শিক্ষকমন্ডলীসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলা বিভাগের শিক্ষক ও টি.এস.সি.সি’র পরিচালক প্রফেসর ড. মোঃ বাকী বিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রেস প্রশাসক ড. মোঃ সাজ্জাদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরোমের সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, রেজিস্ট্রার(ভারঃ) এইচ.এম আলী হাসান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক(ভারঃ) ড. মোঃ নওয়াব আলীসহ বিভাগের শিক্ষকবৃন্দ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি
(মোঃ সাহেদ হাসান)
উপ-রেজিস্ট্রার
তথ্য,প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
তারিখ ঃ ১১/০৩/২০২৩ইং।