News & Event

21
Aug 23

ইবিতে গ্রেনেড হামলা দিবস পালিত

VIEW
15
Aug 23

ইবিতে বিভিন্ন আয়োজনে জাতীয় শোকদিবস পালিত

VIEW
12
Aug 23

ইবিতে জাতীয় শোকদিবস ও গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি ঘোষণা

VIEW
20
Jun 23

ইবি ও রাবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

VIEW
22
May 23

ইবি ভিসি’র সঙ্গে ফরাসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

VIEW
02
Apr 23

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত এন্টি-র‍্যাগিং ভিজিলেন্স কমিটির উদ্যোগে আজ ০২/০৪/২০২৩ ইং তারিখ সকাল ১০:০০ টায় র‍্যাগিং বিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়

VIEW
26
Mar 23

ইবি’তে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

VIEW
19
Mar 23

ইবিতে বিদেশী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

VIEW
18
Mar 23

ইবিতে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম এলামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠানে উজ্জল বাংলাদেশ গঠনের যোগ্য অংশীদার হবে বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা --------------ইবি ভাইস চ্যান্সেলর

VIEW
17
Mar 23

ইবিতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত

VIEW

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে শিক্ষার্থীদের : ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, এমপি আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রজন্ম, আর শিক্ষার্থীরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজন্ম : ইবি ভিসি

 
 
 
 
 
কুষ্টিয়া-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অবকাঠামো তৈরি করছেন তার ওপর দাঁড়িয়ে তোমাদেরকে উপরিকাঠামো তৈরির দায়িত্ব নিতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে তোমাদের। ৩০ লাখ শহীদের রক্তঋণ পরিশোধের ঐতিহাসিক দায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে।তিনি বলেন, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি জাতীয় চার নেতাকে, স্মরণ করছি মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদকে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আগে থেকেই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে। এ ধরনের প্রতিযোগিতায় পারস্পরিক চেনাজানা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি । তোমাদের এই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি।
ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ (১৮ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।
বেলা ১১টার দিকে শুরু উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, এই ডিসেম্বর মাস বাঙালির গৌরবের, শৌর্যবীর্যের। এই মাসেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা শুরু হলো।তিনি বলেন, ১৯৭১ সালে প্রতিযোগিতা ছিল হারাবার। সেই লড়াইয়ে অনেক রক্তক্ষরণ হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতায় হারজিত থাকবেই, কিন্তু কোনো রক্তক্ষরণ যেন না হয়। হারকেও জয়ের মানসিকতা দিয়ে মেনে নিতে হবে। এটাই ক্রীড়াচর্চার মাহাত্ম্য।শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রজন্ম, আর তোমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজন্ম।ভাইস চ্যান্সেলর সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, আন্তঃবিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, অলিম্পিক পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন (ফিসু)-এর পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান।
১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ১৪টি এবং ছাত্রীদের ৮টি টীম এ ভলিবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রথম খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২-০ সেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে।
উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এবং ৬ ডিসেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। # সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
১৮.১২.২০২২
(রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়