News & Event

21
Feb 23

ইবিতে একুশে ফেব্রুয়ারি পালিত

VIEW
15
Feb 23

ইবিতে অমর একুশের আলোচনা সভা

VIEW
14
Feb 23

ইবি বাংলা বিভাগের বসন্ত উৎসব

VIEW
09
Feb 23

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ইবি কর্মকর্তা সমিতির ফ্যামিলি ডে উদযাপন

VIEW
08
Feb 23

ইবিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বৃত্তি প্রদান

VIEW
05
Feb 23

ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

VIEW
04
Feb 23

ইবি অর্থনীতি বিভাগের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান

VIEW
10
Jan 23

ইবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

VIEW
21
Dec 22

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২২/ যৌথচ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

VIEW
19
Dec 22

ইবি ভিসির সঙ্গে শিক্ষক সমিতি ও শাপলা ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎ

VIEW

ইবিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বৃত্তি প্রদান

ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়
--------প্রফেসর ড. শেখ আবদুস সালাম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে একযোগে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, তোমরা অনেক ভাগ্যবান। তিনি বলেন, পঠন-পাঠনের দিকদিয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ এগিয়ে রয়েছে। এটি একটি সেশনজটমুক্ত বিভাগ। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এ বিভাগের অনেক গুরুত্ব রয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের বাগানের নতুন ফুল। তোমরা আরও উজ¦ল হয়ে উঠবে, এ কামনা করি। আজ ৮ ফেব্রæয়ারি সকালে অনুষদ ভবনের ৪২৭ নম্বর রুমে, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ এবং বিভাগের প্রয়াত শিক্ষক ড. আ.ব.ম মুখলেসুর রহমান বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগ একটি ব্যতিক্রমধর্মী বিভাগ যা আপনাদের প্রমাণ করতে হবে। যাতে করে আপনাদের দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়।
অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানব সম্পদ। ছাত্রজীবনের প্রতিটি সময় কাজে লাগিয়ে তোমরা নিজেকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলবে এ প্রত্যাশা রাখি।
বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে এবং প্রফেসর ড. এ.একে.এম শামছুল হক ছিদ্দিকী’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম ও প্রফেসর ড. মোঃ কামরুল হাসান। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজ বাকী বিল্লাহ, মাহমুদুল হাসান ফয়সাল, সাইফুল্লাহ মাহাদী, সিহাব উদ্দিন ও আব্দুল সাহেদ। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিভাগের প্রয়াত শিক্ষক ড. আ.ব.ম মুখলেসুর রহমানের সহধর্মীনী কামনুর নাহার।
অনুষ্ঠানের শুরুতেই প্রতি বছরের ন্যায় এবারও বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভাগের প্রয়াত শিক্ষক ড. আ.ব.ম মুখলেসুর রহমান বৃত্তির চেক প্রদান করা হয়।
স্বাঃ/-
(মোঃ রাশিদুজ্জামান খান টুটুল)
উপ-রেজিস্ট্রার
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
তারিখ ঃ ০৮/০২/২০২৩