স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবিতে আনন্দ র্যালিসহ নানা কর্মসূচি পালিত
মাননীয় প্রধানমন্ত্রীকে ইবি উপাচার্যের অভিনন্দন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মাটিতে অসাধ্য সাধন করেছেন। বহু প্রতিকূলতা মোকাবেলা করে রাক্ষুসী প্রমত্ত পদ্মার দুই প্রান্তকে তিনি যুক্ত করেছেন। স্বপ্নের সারথি মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পদ্মা সেতু আমাদের ভাবনার জায়গা তৈরি করে দিয়েছে। পদ্মা সেতু আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেই শুধু নয়, বৈশ্বিক যোগাযোগেরও সুযোগ তৈরি করলো। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সরাসরি সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য প্রদান অনুষ্ঠানে আজ (২৫ জুন) তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছিলেন, আর তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পদ্মা সেতু উপহার দিলেন। সঙ্কল্প থাকলে আমরা সবই করতে পারি, পদ্মা সেতু তার উদাহরণ।
ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও অতুলনীয় দেশপ্রেমের কারণে বিশ^ব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সঙ্গে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে নির্মাণ সম্ভব হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে সকাল ১০টার আগেই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন কানায়-কানায় পূর্ণ হয়ে যায়। বক্তব্য প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস প্রশাসক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সকাল ৯টা ৩০মিনিটে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে বিশাল আনন্দর্যালি অনুষ্ঠিত হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানের উপস্থিতিতে র্যালিতে বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, পরিষদ ও ফোরাম, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সমবেত হয়। উদ্বোধন উপলক্ষে বিশ^বিদ্যালয়ের পুরো ক্যাম্পাস আলোকসজ্জিত করা হয়। # সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
২৫.০৬.২০২২
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া