ইবির খালেদা জিয়া হলে যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। যৌন নিপীড়ন প্রতিরোধে গঠিত অভিযোগ কমিটির যৌন নিপীড়ন বিষয়ে সচেতনতামূলক প্রচার অভিযানের অংশ হিসেবে গতকাল (২৯ মে) রাতে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, যৌন নিপীড়ন প্রতিরোধে আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমভাবে দেখার এবং শ্রদ্ধার জন্য যে শিক্ষাটা দরকার তা প্রথমত পরিবার থেকেই আসে। এক্ষেত্রে পারিবারিক শিক্ষাই সব থেকে বেশি প্রভাব ফেলে। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাদক প্রতিরোধে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল আলোচনাসভায় সভাপতির বক্তব্যে বলেন, বড় জনগোষ্ঠীকে অবহেলায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, নারী-পুরুষ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সকলকেই ভূমিকা পালন করতে হবে।
সভায় সহকারী প্রক্টর ড. মোঃ শফিকুল ইসলাম ও ড. মুর্শিদ আলম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম ও মমতাজ আরা বেগম এবং অভিযোগ কমিটির সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা (এপিএ) ড. মোঃ নওয়াব আলী। সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার মোঃ আলমগীর হোসেন খান। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং হলের ছাত্রীবৃন্দ আলোচনাসভায় উপস্থিত ছিলেন।
আজ ৩০ মে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ৩১ মে দেশরত্ন শেখ হাসিনা হলে একই বিষয়ে সচেতনতামূলক আলোচনাসভা আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি
স্বাক্ষরিত
৩০.০৫.২০২২
(মোঃ রাজিবুল ইসলাম)
উপ-পরিচালক
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া