ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম এক শোকবার্তায়, বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সহকারী লাইব্রেরীয়ান মোঃ রাশেদুল ইসলাম(রাশেদ) এর পিতা ইব্রাহীম হোসেন জোয়াদ্দার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অপর পৃথক শোকবার্তায়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসের সহকারী লাইব্রেরীয়ান মোঃ রাশেদুল ইসলাম(রাশেদ) এর পিতা ইব্রাহীম হোসেন জোয়াদ্দার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া রেজিস্ট্রার (ভারঃ) মু. আতাউর রহমান ভিসি অফিসের সহকারী লাইব্রেরীয়ান মোঃ রাশেদুল ইসলাম(রাশেদ) এর পিতা ইব্রাহীম হোসেন জোয়াদ্দার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা প্রেরণ করেন। উল্লেখ্য যে শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার কাতলাগারী ইউনিয়নের চরবাখরবা গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মুরহুম ৬ ছেলে ও মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরীব নামাজে জানাযা শেষে মরহুমকে চরবাখরবার স্থানীয় পারিবারীক গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ১০১ বছর। সংবাদ বিজ্ঞপ্তি