ইবি একাডেমিক কাউন্সিলের সভায় ২৬ জনকে পিএইচডি/এমফিল ডিগ্রি প্রদান ও স্নাতক-স্নাতকোত্তর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত
VIEWআজ রবিবার (১০ জানুয়ারি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৮ জানুয়ারি ১৯৭২ মুক্তি লাভ করেন। সেখান থেকে তিনি লন্ডন যান। পরে দিল্লি হয়ে ঢাকা ফেরেন ১৯৭২ সালের এই দিন, ১০ জানুয়ারি।
বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ১৯৭১ সালের ২৬ মার্চ। স্বাধীনতা ঘোষণার পরপরই পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাঁকে গ্রেফতার করে তৎকালীন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে বন্ধী রাখা হয়।
পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। কিন্তু এ বিজয় স্বাধীন বাঙালী জাতির নিকট অপূর্ণ থেকে যায়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালী জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।
জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতির পিতার প্রতিকৃতি “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল”-এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং পড়শি শিশুদের সাথে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনা’নোর কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচি অনুযায়ী বেলা সাড়ে ১২টায় জাতির পিতার প্রতিকৃতি “মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল”-এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতি, ফোরাম, পরিষদ, ছাত্রলীগ ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।